আমার একটা ফেসবুক আইডি আছো। কিনতু সেই আইডি যে নাম্বার দিয়ে খোলাছিলো সে নাম্বার টা ফেসবুক থেকে একাই Delet হয়ে গেছে। আইডির পাসওয়ায ও ভূলে গেছি। এখন আইডি তে কোনো ফোন নাম্বার নাই। Log in করতে গেলে শুধু পাসওয়াড চায় আমাম পাসওয়াড মনে নাই। নাম্বার টা এখনও একটিভ আছে।
Share with your friends
Call

আপনি যখন লগ ইন করবেন তখন নিচ দিকে দেখবেন ফরগোটেন পাসওর্য়াড নামে একটা অপশন পাবেন।আপনি সেটিটে ক্লিক করবেন এবং আপনার নাম্বারটা দিবেন যেটাতে ফেসবুক আইডি খোলা আছে।আপনার ফোনে তখন অটোমেটিক একটা ছয় ডিজিটের কোড যাবে সেটি কোডের জায়গায় বসাবেন।তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে ঢুকতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

প্রথমে Forgotten password? এ দিয়ে ফেসবুক একাউন্ট আছে এমন নাম্বার দিন। (যেকোনো ফেসবুক একাউন্টের মোবাইল নাম্বার হলেই হবে) এরপর একাউন্টটি চলে এলে Not my account এ চাপুন। এরপর আপনার ID এর নাম দিন দেখবেন অনেক একাউন্ট আসবে এখান থেকে আপনার একাউন্ট বাছাই করুন। তাহলে ফিরে পেলেও পেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App