শারীরিক গঠন ঠিক আছে। কিন্তু গাল ভেঙ্গে গেছে। খারাপ দেখায়। আমি ধুমপান ছাড়লাম, নিয়মিত ঘুম গেলাম, আমিষ জাতীয় খাদ্য ও খাইলাম। কিন্তু গাল এর কোনো পরিবর্তন দেখছি না। আমাকে এমন ঔষধের নাম বলুন যা কাজে দিবে।
শেয়ার করুন বন্ধুর সাথে

আমার মতে ঔষধ না খাওয়ায় ভালো৷ নিয়মিত পুষ্টিকর খাবার খান৷ নিয়মিত সকাল বেলা পায়খানা করুন৷ আর তিন বেলার জায়গায় 5 বেলা খাবার খাওয়ার চেষ্টা করুন৷ যে করেই হোক হজম শক্তি বারান৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রতিদিন নিয়মিত খাবার খাবেন সাথে পর্যপ্ত পরিমানে বিশুদ্ধ পানি পান করবেন।আসা করি অন্য কোনো ওষুধ এর দরকার পরবে না।কাজ না হলে সিনকারা নামের সিরাপ খেতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গাল ভাঙ্গা আলাদা ভাবে ভরাট করার কোন উপায় নাই, শরীরের স্বাস্থ্য বাড়ার সাথে চেহারা ভরাটে পরিবর্তন হয়। স্টেরয়েড খেলে ফুলে যাবে তবে মারাত্মক ক্ষতিকর!!! তাই নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন, রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাবেন। খাওয়ার রুচির সমস্যা থাকলে দুর করুন। রুচি বাড়াতে ও ভিটামিনের ঘাটতি পুরণ করতে নিরাপদ আয়ুর্বেদিক সিরাপ সিনকারা খেতে পারেন, 6 চা চামচ করে দিন দুইবার, 450 মিলি এক সপ্তাহে শেষ হবে। 1 মাস চালিয়ে যাবেন। 1 মাসে 4 টা সিরাপ খাবেন। এই নিয়মে সিনকারা না খেলে কাজ হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ