ভবিষ্যৎ লক্ষ্য BCS ক্যাডার? তো আমি এবার ক্লাস ১১তে পড়ব। এখন মানবিক শাখা থেকে কোন চারটি বিষয় নিলে ভবিষ্যতে BCS এর জন্য ভালো হবে? প্লীজ! সঠিক ভাবে জানাবেন।
Share with your friends

আপনি যে শাখাতেই পড়ু বিসিএস ক্যডার দিতে পারবেন।মাস্টার্স শেষ করার পর আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে বিসিএস পরীক্ষা দিতে হবে।তবে ভালো ছাড়া অন্য কেউ দিতে পারবেনা।বিসিএস দেওয়ার পর ৩৩টি কোডা খালি থাকে।আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে চাকরি নিতে হবে।পরে ধারাবাহিকভাবে প্রতি ৫বছর পর পর উন্নতি হবে।যেমনঃপ্রশাসনিক বিভাগে প্রথামে ম্যাজিস্টাড।৫বছর পর Unoহবেন।এভাবে পদের উন্নতি ঘটবে।তথ্যসূত্রঃবাবা বলেছেন।আশা করি বুঝেছেন।

Talk Doctor Online in Bissoy App