Call

তাফসিরে কুরতুবী কিতাবটি ইমাম আবু আব্দুল্লাহ আল কুরতুবি বা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমেদ ইবনে আবু বকর আল আনসারি আল কুরতুবি (ﺃﺑﻮ ﻋﺒﺪﺍﻟﻠﻪ ﺍﻟﻘﺮﻃﺒﻲ ) লিখেছেন।


→ তিনি ছিলেন কর্ডোবার একজন বিখ্যাত মুফাসসির , মুহাদ্দিস ও ফকিহ । তিনি ফিকহের মালিকি মাজহাবের অনুসারী ছিলেন। তাফসীর আল কুরতুবি নামক কুরআনের তাফসির গ্রন্থের জন্য তিনি বেশি পরিচিত।


→তাফসির আল কুরতুবি : তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এই তাফসির গ্রন্থটি ২০ খন্ডে সমাপ্ত হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ