শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হাত তুলে মোনাজাত করা সুন্নাত।  আল্লাহ’র দরবারে দোয়া-মুনাজাতের সময় হাত ওঠানোর দলীল। قال أبو موسى الاشعرى رضى الله عنه دعا النبى صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض آبطيه (১০) উচ্চারণ: ক্বালা আবু মুসা আল আশ’আরী রাদ্বিয়াল্লাহু আনহু দা’আন নাবিয়্যূ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ছুম্মা রাফ'আ ইয়াদাইহি ওয়া রাইতু বায়দা ইবতাইহি। অর্থাৎ, হযরত আবু মুসা আশ’আরী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আর নিজের দুই হাত উত্তোলন করলেন। এমনকি আমি তাঁর উভয় বাহু মূলের শুভ্রতা প্রত্যক্ষ করেছি। (সহীহ আল-বুখারী, কিতাবুদ্ দাওয়াত, হাদীস - ২৩৩৫) (১১) عن أنس رضى الله تعالى عنه عن النبى صلى الله عليه وسلم رفع يديه حتى رأيت بياض ابطيه (رواه البخارى উচ্চারণ: আন আনাসিন রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু আনিন নাবীয়্যূ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাফা’আ ইয়াদাইহি হাত্তা রা’আইতু বাইয়াদা ইবতাইহি। অর্থাৎ, হযরত আনাস রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার উদ্দেশ্যে হাত তুলেছেন, এমনকি আমি তাঁর উভয় বাহুমুলের শুভ্রতা প্রত্যক্ষ করেছি। ( সহহি আল বুখারী, কিতাবুদ দাওয়াত, হাদীস - ২৩৩৫) (১২) عن عمر بن الخطاب رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ازا رفع يديه فى الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه উচ্চারণ: আন উমারাবনিল খাত্তাবি রাদ্বিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা রাফা’আ ইয়াদাইহি ফীদ দোয়াআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। অর্থাৎ, হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ার জন্যে হাত তুলতেন, তা নিজের চেহেরা মুবারকে বুলিয়ে নেয়ার পূর্বে নামিয়ে নিতেন না। (তিরমিজী, কিতাবুদ দাওয়াত, হাদিস - ৩৩৮৬) উপরোক্ত হাদিস শরীফগুলো দ্বারা দোয়ার সময় হাত ওঠানো ও মুখে মসহে করা সুন্নত বলে প্রমাণিত। এ ছাড়াও অনেক হাদীস ও ফকীহবৃন্দের উদ্ধৃতি বিদ্যমান। কিন্তু জ্ঞানীদের জন্যে এটুকুই যথেষ্ট বলে মনে করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ