Call

এই বিষয়গুলো পড়ার প্রতি আপনার আগ্রহ নাই,,

তাই এই বিষয় গুলো পড়তে ইচ্ছে করে না

আপনি সববিষয় কে সমান গুরুত্ব দিন

এবং বই পড়ার প্রতি আগ্রহ বাড়ান 

এই বিষয় গুলো পড়ার সময় বুঝে শুনে পড়ুন ।

এবং মনযোগ দিয়ে পড়ুন আর জানার চেস্টা করুন কোন অধ্যায় কি নির্দেশ করছে 

অধ্যায় গুলো পড়ার সাথে সাথে প্রশ্ন গুলোর উওর দেওয়ার চেস্টা করবেন 


এবং সবসময় ভালো একজন ছাএ হওয়ার প্রচেস্টা থাকতে হবে 

তাহলে এমনিতেই আপনার সবগুলো বিষয় পড়ার আগ্রহ বাড়বে এবং পড়ার ইচ্ছে জন্মাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
একটা ভুল অামাদের দেশের প্রায় শিক্ষার্থীই করে থাকে।তা হলো অামরা গণিত,ইংরেজি এবং বিভাগ ভিত্তিক সাবজেক্ট গুলোতে জোর দেয়।যার কারণে ধর্ম,বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মতো বিষয়গুলোর প্রতি অনীহা প্রকাশ করে। দেখ ১২/১৩ সাবজেক্টস এর মধ্যে সব সাবজেক্টস ই ভালো লাগবে এমন তো হতে পারে না।কেননা তুমি যদি তোমার ক্লাসের কথা ধর, দেখ তোমার কিন্তু সবাইকে ভাল লাগে না, তাই বলে কি তোমার তার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হবে?তা কিন্তু কখনই না।অার তাই কষ্ট করে যে সাবজেক্ট গুলো ভাল লাগে না, কষ্ট করে পড়।কেননা তোমাকই পড়তে হবে।যদি জমিয়ে রাখ তাহলে তা চাপের সৃষ্টি করবে। তুমি যে বিভাগের ছাত্র হও না কেন কখনও কোন সাবজেক্ট কে খাট করে দেখো না।দেখবে পরীক্ষায় তোমার জয় হবেই। শেষে একটা কথা মনে রেখো-শিক্ষা জিনিসটাই এমন যার শেকড় তেঁতো,কিন্তু ফল মিষ্টি
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ