Call

Fexofenadine এলার্জি কমাতে সাহায্য করে।

এর ঔষধ নির্দেশনা দেখুন

ফেক্সোফেনাডিন ট্যাবলেট নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত: সিজনাল ও পেরিনিয়াল এলার্জিক সমস্যায় সৃষ্ট উপসর্গ সমূহ হতে মুক্তি পেতে প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উপরের শিশুদের ক্ষেত্রে নির্দেশিত। উপসর্গ সমূহের মধ্যে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাকে/মুখের তালুতে/গলায়/চোখে চুলকানিভাব, নাক বন্ধ থাকা ইত্যাদি উল্লেখযোগ্য। যখনই এন্টি হিস্টামিনিক এবং নাক বন্ধরোধী কার্যকারিতা এক সাথে প্রয়োজন, তখনই ওষুধটি গ্রহণ করা যেতে পারে।

Talk Doctor Online in Bissoy App

Antihistamin Group name(Fexofenadine Hydrochloride) বাজারে অনেক নামে পাওয়া যাই যেমন: (১)alafree120 mg (2)algra 120 mg (3)alnil 120 mg (4)alfex 120 mg (5)axodin 60 mg আর অনেক নামে পাওয়া যাই। ফেক্সোফেনাডিন(ইংরেজি: Fexofenadine) হলো দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার, আর্টিকেরিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ব্যবহার সম্পাদনা অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার, সাইনুসাইটিস, আর্টিকেরিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা,নাক দিয়ে অনবরত জল পড়া,অনবরত হাঁচি, চোখ ও ত্বক চুলকানো, চোখ চুলকানো প্রভৃতি ক্ষেত্রে প্রতিষেধক রূপে এটি ব্যবহার করা হয়

Talk Doctor Online in Bissoy App