amirupu

Call

এত! 


প্রচুর শাকসবজি খান।ফলমূল ও
 আমারও এরকম  হয়েছে।  ডাক্তার আমাকে যা যা বলেছিল তা হল।।
  • প্রচুর শাকসবজি খেতে হবে।
  • রঙিন ফলমূল খেতে হবে। মিষ্টি কুমড়া বেশি করে। 
  •   কাচা ফলমূল ও।
এরকম করললে আপনার চোখের পাওয়াত এরকম থাকবে।আর বাড়বে ননা। আবার বেশি খেলে পাওয়ার  কমতেও পারে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সত্যি কথা যদি বলি আপনার পাওয়ার প্লাস তাই আপনার চোখ ঠিক হবার কোনো চান্স নেই। পাওয়ার হয়তো কমবে কিন্তু চশমা কখনোই পুরোপুরি ছাড়তে পারবেন না।  তবে ল্যাসিক করলে চশমা চলে যাবে আর চশমা পরতে না চাইলে লেন্স ব্যবহার করতে পারবেন। ল্যাসিক বেশ ব্যয়বহুল এবং লেন্স ব্যবহার করলে চোখে সমস্যা বাড়বে। তাই ভেবে চিনতে করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

*আপনি ভিটামিন এ জাতীয় খাবার খাবেন বেশি করে *নিয়মিত ঘুমাবেন *চোখে পানির ঝাপটা দিবেন *যেকোন প্রযুক্তির স্কিনে ফোন বা অন্যকিছুর সামনে না যাওয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ