বিস্তারিত জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যে ব্যাংকের যেই শাখায় Account খুলতে ইচ্ছুক সেখানে আপনার আত্মীয় বা বন্ধু বান্ধব কাউকে পাঠাবেন। উনি গিয়ে Branch Manager কে বিস্তারিত বলবেন। যদি Manager রাজি হন (সাধারণত Account খুলতে হলে সশরীরে উপস্থিত থেকে Form, Signature Card এগুলোতে সই দিতে হয়) তাহলে উনি Account Form, Signature Card এ কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে তা চিহ্নিত করে দিবেন।  এরপর আপনার পরিচিত সেই লোক আপনাকে Form টি KSA তে পাঠিয়ে দিবে কুরিয়ার করে। আপনি স্বাক্ষর করে আবার এটি Return করবেন। সাথে আপনার 2/3 কপি ছবি আর নমিনীর 1 কপি ছবির পেছনে আপনি নাম লিখে সই করে দিবেন।  এরপর আপনার সই করা ফর্ম, কার্ড, ছবি, ডকুমেন্টস (ID/ Passport) এসব নিয়ে ব্যাংকে যেতে হবে। Already একাউন্ট আছে এমন কাউকে সাথে নিয়ে গেলে ভাল হয়। কারণ Introducer ছাড়া অনেক ব্যাংকেই হিসাব খোলা যায় না। সব ঠিকঠাক থাকলে তারা আপনার একাউন্ট নম্বর দিয়ে দিবে। আর আপনি আপনার KSA নাম্বারে SMS Banking চালু করে নিলেই একাউন্ট ঠিক আছে কিনা বুঝতে পারবেন। টাকা জমা বা উত্তোলন করলে মোবাইলে মেসেজ পাবেন। আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ