Porimolray

Call

আর্টস: *পৌরনিতি/অর্থনীতি *ভুগোল *সমাজকর্ম কমার্স: *হিসাব বিজ্ঞান *উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন *ব্যবসায়ে সংগঠন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি শুধু আর্স এর বইয়ের নাম জানি, সেটাই দিলাম,,১/সাহিত্য পাঠ,২/বাংলা ব্যাকরণ ও র্নিমিতি,৩/english for to day ৪/ english second pepar, 5/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,,,, এগুলো বাধ্যতা মুলক,,,,,,,,,,,,,৫/যুক্তিবিদ্যা, ৬/অর্থনীতি, ৭/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ৮ ইতিহাস, ৯/সমাজ বিজ্ঞান, ১০/ মনোবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন,,,,,,,,,,, এগুলো থেকে আপনি যে কোনো চারটা সাবজেক্ট নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আর্সের বইগুলো হলো ১)সমাজ বিজ্ঞান ২)সমাজ কর্ম ৩)পৌরনীতি ও সুশাসন ৪)ভূগল ৫)ইসলামের ইতিহাস ৬)ইসলাম শিক্ষা ৭)যুক্তি বিদ্যা ৮)অর্থনীতি ৯)পরিসংখ্যান কমার্স এর বিষয় গুলো ১)হিসাব বিজ্ঞান ২)উৎপাদন ব্যবস্তাপনা ৩)ব্যবসায়ে সংগঠন এখান থেকে যে কোনো ৪ টি সাবজেক্ট নিতে হবে তার মধ্যে ৫.৬.৮.৯ এ গুলো ৪র্থ সাবজেক্ট হিসেবে নেওয়া যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কমার্স বিভাগের বিষয়গুলো হলোঃ

হিসাববিজ্ঞান,

ফিনান্স ব্যাংকিং ও বীমা,

অর্থায়নের নীতিমালা,

ব্যবস্থাপনার নীতিমালা।


মানবিক বিভাগের বিষয়গুলো হলোঃ

ভূগোল,

যুক্তিবিদ্যা, 

অর্থনীতি, 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, 

ইতিহাস, 

সমাজ বিজ্ঞান, 

মনোবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন।

চতুর্থ বিষয় হিসেবেঃ

কৃষিশিক্ষা,

পরিসংখ্যান,

সাচিবিক বিদ্যা, ইত্যাদি।

আর যে বিষয়গুলো বিজ্ঞান, কমার্স, মানবিক বিভাগের সবারই থাকে অর্থাৎ আবশ্যিক বিষয়গুলো হলোঃ

বাংলা ১ম পত্র,

ইংরেজি ১ম পত্র,

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

এগুলোই প্রথম বর্ষের বই এর নাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

#মানবিক বিভাগঃ ১.পৌরনীতি ও সুশাসন। ২.ইতিহাস। ৩.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ৪.সমাজবিজ্ঞান। ৫.সমাজকল্যাণ। ৬.ভূগোল। ৭.যুক্তিবিদ্যা। ৮.ইসলাম শিক্ষা। ৯.মনোবিজ্ঞান। #ব্যবসায় বিভাগঃ ১.হিসাববিজ্ঞান। ২.ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা। ৩.ব্যবসায় নীতি ও প্রয়োগ। ৪.ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। ৫.উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। ৬.সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা। #উভয় বিভাগের শিক্ষার্থী যেসব বিষয় নিতে পারবেঃ ১.অর্থনীতি। ২.পরিসংখ্যান। ৩.কৃষিশিক্ষা। এছাড়াও আরো কিছু বিষয় আছে আর্টস/মানবিক এবং কমার্স/ব্যবসায় শাখার জন্য

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ