কোন শাখায় ৪র্থ বিষয় কি করা যায়? গানিতিক বিষয়সমুহ কি কি?আর কোন শাখার মুল্য তু্লনামুলক বেশি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একাদশ শ্রেণী বিভাগ হিসাবে বিষয় তালিকা


বিজ্ঞান বিভাগ :

আব্যশিক বিষয়:

১.পদার্থবিজ্ঞান

২.রসায়ন

৩.উচ্চতর গণিত অথবা

জীববিজ্ঞান 


ঐচ্ছিক বিষয় :

১.উচ্চতর গণিত

২.জীববিজ্ঞান

৩.কৃষি শিক্ষা

৪.ভূগোল

৫.মনোবিজ্ঞান

৬.পরিসংখ্যান


***ঐচ্ছিক বিষয় থেকে যেকোন একটি বিষয় নিতে হবে

***একই বিষয়ে শাখাভিত্তিক আব্যশিক বিষয় ও ঐচ্ছিক বিষয় হিসাবে দুবার নেওয়া যাবে না



ব্যবসা শিক্ষা বিভাগ :

আব্যশিক বিষয়:

১.হিসাববিজ্ঞান 

২.ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

৩.ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা

অথবা,উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন


ঐচ্ছিক বিষয় :

১.ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা

২.উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন

৩.পরিসংখ্যান

৪.অর্থনীতি

৫.ভূগোল

৫.কৃষি শিক্ষা

 


***ঐচ্ছিক বিষয় থেকে যেকোন একটি বিষয় নিতে হবে 


***একই বিষয়ে শাখাভিত্তিক আব্যশিক বিষয় ও ঐচ্ছিক বিষয় হিসাবে দুবার নেওয়া যাবে না



মানবিক বিভাগ :

আব্যশিক বিষয়: যেকোন তিনটি বিষয়


১.ইতিহাস

২.ভূগোল

৩.অর্থনীতি

৪.পৌরনীতি ও সুশাসন

৫.সমাজবিজ্ঞান অথবা

সমাজকর্ম

৬.যুক্তিবিদ্যা



ঐচ্ছিক বিষয়: যেকোন একটি বিষয় নিতে হবে ৷

১.ইতিহাস

২.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

২.ভূগোল

৩.অর্থনীতি

৪.পৌরনীতি ও সুশাসন

৫.সমাজবিজ্ঞান

৬.যুক্তিবিদ্যা

৭.ইসলাম শিক্ষা

৮.সমাজকর্ম

৯.পরিসংখ্যান

১০.কৃষি শিক্ষা ৷



***ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় দুইটার মধ্যে যেকোন একটি আব্যশিক ও ঐচ্ছিক হিসেবে নেওয়া যাবে তেমনি সমাজবিজ্ঞান এবং সমাজকর্মী বিষয় দুইটার মধ্যে যেকোন একটি আব্যশিক ও ঐচ্ছিক হিসেবে নেওয়া যাবে ৷

উল্লেখ থাকে যে,বিষয় দুইটি একই সঙ্গে আব্যশিক ও ঐচ্ছিক হিসেবে নেওয়া যাবে না ৷

***একই বিষয়ে শাখাভিত্তিক আব্যশিক বিষয় ও ঐচ্ছিক বিষয় হিসাবে দুবার নেওয়া যাবে না৷


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ