তু‌মি এস এস সি তে আর্স নি‌য়ে‌ছো এখন কমার্স নি‌তে চাই‌লে নি‌তে পার‌বে ন‌া । শুধু Sc থেকে সকল বিভাগে যেতে পারে। আবার কমার্স থেকে আর্সে যেতেপারে তাছাড়া তু‌মি এস এস সি তে কমার্স নেও নি এখন নি‌তে চাই‌লে তোমার কা‌ছে অ‌নেক ক‌ঠিন হ‌বে । কারন কমা‌র্সের হিস‌াব বিজ্ঞান অ‌নেক ক‌ঠিন লাগ‌বে । তু‌মি য‌দি আগ থে‌কে কমার্স নি‌তে তাহ‌লে কষ্ট কম হ‌তো । এখন তোমার ইচ্ছা তু‌মি কমার্স নি‌বে কি না

Talk Doctor Online in Bissoy App
Porimolroy

Call

সমস্যা নেই নিতে পারবেন কিন্তু কমার্সের যে বিষয় গুলি আছে তা আয়ত্তে আনতে একটু কষ্ট হবে যাষ্ট এটুকুই..

Talk Doctor Online in Bissoy App

না ভাই আর্স থেকে কমার্স গ্রপে গেলে হিসাব বিজ্ঞানে সমস্যা হবে?

Talk Doctor Online in Bissoy App

মানবিক থেকে ব্যবসায় শাখায় আসলে প্রথমদিকে প্রচুর পরিশ্রম করতে হবে। বিশেষ করে হিসাববিজ্ঞান বিষয়টি।  ৯ম-১০ম শ্রেণীতে যারা ব্যবসায় শাখায় ছিলো তাদের একাদশ-দ্বাবাদশ শ্রেণীতে হিসাববিজ্ঞানে তেমন সমস্যা হবে না কারণ আগে থেকে তারা এটি পড়েছে। মানবিক শাখা থেকে ব্যবসা শাখায় আসলে ৯ম-১০ম শ্রেণীর ঘাটতি টা আগে পূরন করতে হবে।

Talk Doctor Online in Bissoy App