আমি কলেজে কোন শাখা নিয়ে পড়লে জীবনে দ্রুত বড় হতে পারব।কারন আমার পরিবার নিম্নবিত্ত,আর এস এস সি তে ইনশাআল্লাহ গোল্ডেন হবে,সঠিক পরামর্শ দেন প্লিইইজ।
শেয়ার করুন বন্ধুর সাথে

সেকশন আসলে মূল বিষয়না । মূল বিষয়টি হচ্ছে লেখাপড়া করে সঠিক জ্ঞান অর্জন করা এবং ভালো রেজাল্ট করা । 

আপনি যেই শাখাতেই পড়েন না কেন আপনার রেজাল্ট যদি ভালো হয় এবং আপনি যদি স্কিল্ড হন তবে আপনার সেকশন দেখা হবে না ।

যাহোক, এখন মূল কথায় আসি । আমি সঠিক ভাবে বলতে পারবোনা যে, ব্যবসায় শাখা থেকে বেশি সফল নাকি মানবিক থেকে , এটা শুধু আমি না অন্যান্য দেরও বলা কঠিন হবে ।

আর অন্যরা যে সেকশনে সফলতা বেশি পেয়েছে, আপনিও সেই সেকশনে গিয়ে সফল হবেন তার কি নিশ্চয়তা আছে !

 তাই চিন্তা করুন আপনার কোন সেকশনে পড়তে ভালো লাগে এবং কোন সেকশনে পড়ে জীবনে কিছু শিখতে পারবেন । তবেই জীবনে  সফলতা অর্জন হবে । আপনি বলেছেন যে আপনি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাবেন । এই কথা শুনে স্পষ্টই বোঝা যায় আপনি ভালো ছাত্র । তাই এসএসসিতে যে সেকশনে ছিলেন সেই সেকশনে থেকেই ভালো রেজাল্ট করতে পারবেন বলে আমার মনে হয় ।

আপনি আরো একটি কথা বলেছেন, তা হচ্ছে আপনার পরিবার নিম্নবিত্ত । আমি বলবো ভালো স্টুডেন্টদের আর্থিক অনটন দমিয়ে রাখতে পারে না । তারা নিজেরাই শত বাঁধাকে ডিঙিয়ে সফলতার পথে ছুটে চলে এবং সফল হয় । 

চেষ্টা রাখুন আপনিও পারবেন ।

প্রথমে নিজের লক্ষ ঠিক করুন এবং সেই পথেই হাঁটুন । একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ