আমার স্ত্রীর পিরিয়ড হয় চলতি মাসের ৪তারিখে এবং আমরা মিলিত হই ৯ তারিখে, মিলনের পর বির্য ভিতরে পড়ে তারপর ২ঘন্টার ভিতর ইমকন ১ খাওয়াই তারপর আবার মিলিত হই এবং বির্য ভিতরে পড়ে ( ঔষধ খাওয়ার ৩০মি পর মিলিত হই ) ১৮ তারিখ(গতকাল) খেকে হালকা রক্ত যাচ্ছে  এটা কি পিরিয়ড?(পিরিয়ডের তারিখ জুন মাসের ৪ তারিখ) এটা পিরিয়ড না হলে কি করনীয় অথবা এটা কোন সমস্যা? নতুন বিয়ে করেছি, 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনারা যে পিল সেবন করে থাকেন। সে পিল গুলার side effect আছে যার কারণে এই রকম হচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

9 দিনে রক্ত ক্ষরণ ওটা পিলের সাইড ইফেক্ট। এই রক্ত ক্ষরণ 3 থেকে 5 দিন স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে বন্ধ না হলে গাইনি ডাক্তারের পরামর্শ নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ