Call

যেকোনো ফোনের জন্য স্পেসিপিকেশন: 8x ট্রাইপড (যে কোন স্মার্টফোনের জন্য) আপনার স্মার্টফোনের জন্য 8x জুম লং ফোকাল টেলিস্কোপ ক্যামেরা লেন্স। 

আপনার স্মার্টফোন কেবল কাছের ছবি তুলতে সক্ষম, এই সীমাবদ্ধতা দূর করতে এলো টেলিস্কোপ লেন্স দূরের ছবি ও ভিডিও ফোকাস করার জন্য স্মার্ট ডিজাইন সাথে আছে মিনি ট্রাইপড ও ফোন রাখার জন্য স্মার্ট universal-style stretchable ফোন হোল্ডার সহজে ইন্সটল ও ব্যবহার করা যায় ন্যূনতম ফোকাস ডিসট্যান্স: ৩ মিটার লেন্স সাইজ: ৭.২×৩ সে.মি ম্যাগনিফিকেশন: ৮এক্স ভিউ এঙ্গেল: ৭ ডিগ্রি অবজেক্টিভ লেন্স ডায়ামিটার: ১৫মি.মি/০.৬ ইঞ্চি ফিল্ড ভিউ: ২৪৬ মিটার কালার: ব্ল্যাক দাম মাত্রঃ ২২৫০/= টাকা।

তবে ব্লার করার জন্য ডুয়েল ক্যামেরা বা গুগল ক্যামেরা ব্যবহার করুন। উক্ত লেন্স দ্বারা কেবল জুম করা যাবে। আর কিছিটা ফোকাস করা যাবে।
Talk Doctor Online in Bissoy App