শেয়ার করুন বন্ধুর সাথে
Anynomous

Call

আপনি গিটার দিয়ে এই গানটি খুব চমৎকার ভাবে গাইতে পারেন। আমার অনেক প্রিয় গানটা। গানটির নাম আকাশ এতো মেঘলা গেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায় লিখেছেন সুনীল বরণ আর সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত। আশা করি আপনার ভালো লাগবে। গানটির লিরিক্স নিচে দেওয়া হলো। আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার(২) গল্প করার এইতো দিন মেঘ কালো হোক মন রঙিন(২) সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার আঁধারো ছায়াতে চেয়েছি হারাতে দু’বাহু বাড়াতে তোমারি কাছে(২) যাক না এমন এইতো বেশ হয় যদি হোক গল্প শেষ(২) পূর্ন হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হাবিব ওয়াহিদের এই গানটা গাইতে পারেন।

রাত নির্ঘুম বসে আছ তুমি
দক্ষিনের জানালা খুলে
যত নির্বাক অভিমান মনে
আজ সবটুকু নিলাম তুলে

এসো তবে বৃষ্টি নামাই
সৃষ্টি ছাড়া ভালোবাসায়
এসো তবে জোছনা সাজাই
দুচোখের তারায় তারায়


চুপচাপ ঝড়ছে শিশির কণা
রাতের পাখিরা সব গান গেয়ে যায়
নিশ্চুপ বাতাসে তোমার স্মৃতি
আমার গানের সুরে দূরে ভেসে যায়

গুন গুন গুন্জন মনের কোণে
আসবে তুমি বলে মেতে উঠেছে
স্বপ্নিল এই ক্ষন যখন তখন
বিদ্রোহী মন আজ জেগে উঠেছে

এসো তবে বৃষ্টি নামাই
সৃষ্টি ছাড়া ভালোবাসায়
এসো তবে জোছনা সাজাই
দুচোখের তারায় তারায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ