অনেক চেষ্টা করলাম, তারপরেও পেলাম না। যখন চার্জ কমে যায় তখন খুব জোরে শব্দ করে এলার্ট দেয় যা খুবই বিরক্তিকর মনে হচ্ছে। এমন কি সেটিং আছে যেটার দ্বারা আর কোনো দিন এই এলার্ট দিবে না....? জানা থাকলে বলবেন।
Share with your friends
Call

রিং off করে দিলে বন্দ হয়ে যাবে

Talk Doctor Online in Bissoy App
Anynomous

Call

Low bettery ওয়ার্নিং বন্ধ করার কোন সেটিংস নেই।

Talk Doctor Online in Bissoy App

যদি আপনার ফোনটি বাটন হয় তাহলে এটা করতে পারেন, ১ম এ সেটিং এ গিয়ে প্রোফাইলে জান । এরপর ওখানে গেলে জেনারেল অপশনে ক্লিক করে আদার্স রিংটোন এলার্ট এ যান । এবার দেখুন লো ব্যাটারি এলার্ট অপশনটি আছে । এবার ওখানে ক্লিক করে লো ব্যাটারি এলার্ট অফ করে দিন । তাহলেই হবে

Talk Doctor Online in Bissoy App
Call

ভাই,অ্যান্ড্রয়েড ফোনের লো ব্যাটারি এলার্ট বন্ধ করার কোন সেটিংস নেই।

Talk Doctor Online in Bissoy App

এটা সিস্টেম সেটিংস। Low battery Warning অফ করতে আপনার ফোনটি রুট করতে হবে। এবং System থেকে Battery Warning এপটি রিমুভ অথবা ডিসেবল করে দিতে হবে। আপনি চাইলে Xposed Framework ইনস্টল করে Disable Low Battery Warning নামক Module টি একটিভ করে এটি অপ করতে পারবেন। ধন্যবাদ!

Talk Doctor Online in Bissoy App