গত এক সপ্তাহ পেট ফাফা হয়ে ভার হয়ে ছিলো।তারপর এর মধ্যে টানা গ্যাস্ট্রিক এর ঔষধ খাচ্ছিলাম কিন্তু কোন কাজ হচ্ছিলোনা।।এখন আজকে হঠাত মুখে দিয়ে কিছু একটা বের হয়ে আসার চেষ্টা করছিলো দেখে Alben Ds বড় কৃমির, ঔষধটা খাই।।কিন্তু তাও গলায় কিছু একটা আছে এমন ফিল হচ্ছে।।আবার ফেটের কোন কোন সাইডে টান অনুভব করছি।এই অবস্থায় করণীয় কি??কৃমি কি আমার আতে জড়িয়ে গেছে??এখন আমার করনীয় কি?
Share with your friends

কৃমি থাকতে পারে।আমি পল্লী চিকিৎসক হিসাবে বলছি,সোলাস খেতে পারেন ১০০এম জি একটা করে দিনে দুই বার তিন দিন। গেসের ঔষধ লসেকটিল একটা করে দিনে দুই বার খালি পেটে ও ডন-এ একটা করে দিনে তিন বার খালি পেটে খেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App