কত অ্যাম্পিয়ার ব্যাটারি লাগবেন তা সম্পূর্ণ আপনার চাহিদার উপর নির্ভর করবে। আপনি যদি বেশি লোব বেশি সময় চালাতে চান তাহলে বেশি অ্যাম্পিয়ার ব্যাটারি নিবেন। আর বেশি চাহিদা বলে বিশাল ব্যাটারি নিবেন তাও কিন্তু হবেনা। আপনি যদি ১০০ অ্যযাম্পিয়ার ব্যাটাারি নেন তাহলে ১০০ ওয়াট প্যানের এ প্রয় ১২ ঘন্টা সময় নেবে ০ থেকে ১০০% চার্জ হতে। প্যানেলের সাথে মিল রেখে চার্জ কন্ট্রোলার নিবেদ। আর ইনভার্টার এখানে চার্জিং সিস্টেমের জন্য প্রয়োজন নেই । এমনিতে যদি অন্য প্রয়োজন হয় তাহলে লোড অনুযায়ী ইনভার্টার নিবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ