গত সপ্তাহ খানেক ধরে পেটের নিচের দিকে বাম সাইটে খুব চিন চিনে ব্যাথা করত মাঝে মাঝে কিন্তু বেশির ভাগ রাতে...কারটা বুঝতে পারতাম না হয়ত ভাবতাম গ্যাস্ট্রিক কারনে। কিন্তু না কাল রাতে হঠাৎ ওই জায়গাতে হাত দিতে গিয়ে দেখি (পেটের নিচের বাম সাইটে) একটা রগ আছে যেটাকে ধরলে সেই আগের ব্যথাটাই হয়...কিন্তু জায়গাটা ফুলে যায়নি। এর আগে কখনই এমন ছিল না। এমন কেন হচ্ছে সেটা জানতে চাচ্ছি...এটা তো এপেন্ডিসাইটিস হওয়ার কথা না...কারন এপেন্ডিসাইটিস তো ডান সাইটে হয়....বাম সাইটে হয় কিনা আমার জানা নাই...
শেয়ার করুন বন্ধুর সাথে