Porimolroy

Call

এইচএসসিতে বিজ্ঞান বিভাগ একটু কঠিন তাই প্রতিদিন গড়ে ৮-১০ ঘন্টা পড়তে হবে॥ বিকালের দিকে(পদার্থ,রসায়ন,গনিত) গানিতিক অংশ দেখবেন *রুটিনে সকল বিষয় রাখতে হবে *রাত জাগার চেয়ে ভোরে উঠে পড়ার অভ্যাস ভালো

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অন্যদের চাইতে আমি একটু ভিন্ন ভাবে রুটিন করে দিলাম। আপনি আগে টগিক করে নিব যে আপনার বইগুলোকে কতদিনে আপনি একবার শেষ করতে পারবেন। আমি একমাসের হিসাব ধরেই দিলাম। অর্থাৎ এক মাসের মধ্যে বইটা পড়ে শেষ করতে হবে। এর জন্য আপনি সর্বোপ্রথম একটা বইয়ের মোট পৃষ্ঠা কে ২৫ দিয়ে ভাগ করবেন। এতে যে পরিমান বের হবে সেটাই হবে আপনার দৈনিক পড়া। এভাবে সব বিষয়গুলোকে ২৫ দিয়ে ভাগ করে প্রতি বিষয়ে যে পরিমান পৃষ্ঠা আসে সেই পরিমান পৃষ্ঠা প্রতিদিনই পরবেন। আর ৫ দিন পড়াতে গ্যাপ। হয়ত কোনো কারণবশত মিস হতে পারে। (২৫+৫)=৩০ দিন, আপনার বই এক বার শেষ। এক্ষেত্রে একটা সুবিধা হল  আপনি যত তারাতারি পারেন সেই পরিমান পাতা পড়ে শেষ করতে পারেন। স্কুলের ফাকা সময়েও কিছুটা আগায় রাখতে পারেন। যত তারাতারি পড়া শেষ হবে রাত্রে তত তারাতারি ঘুমাতে যেতে পারবেন। । যতটুকু পারলাম সাজেষ্ট করার চেষ্টা করলাম। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ