Call

ফরজ গোসল ব্যতিত এবাদত বলতে নামাজ পড়া মারাত্নক গোনাহের কাজ । আর এই কাজটি যদি করে থাকেন তাহলে আল্রাহর কাছে একগ্রচিত্তে ক্ষমা চান । ফরজ গোসল ব্যতিত নামাজ ছাড়া অন্যান্য এবাদত যেমন: দান, সাদকা ইত্যাদি করা যেতে পারে । এছাড়া আমরা কেউ বলতে পারি না কোন কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন আর কোন কোন ইবাদত কবুল করবেন না। তবে সুন্নাত তরিকায় ইবাদত করলে তা কবুলের আশা করা যায়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইবাদত কবুল করার মালিক হচ্ছে আল্লাহর হাতে! আপনার যে ইবাদত করছেন,সেটা আপনি ভাল জানেন কোন ইবাদত করছেন! যেমন ফরজ গোসল ছাড়া,যিকির, দরুদ শরীফ,কোরআন তেলওয়াত, এগুলা করা যাবে,শুধু কোরআন এর আয়াতে হাত লাগানো যাবেনা! আর ফরয গোসল ছাড়া নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ, নামাজ পড়লে বরং গুনাহ হবে! আশা করি বুযতে পেরেছেন! যদি বুযতে সমস্যা হয় মন্তব্য করুন!! ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ