শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সিঁড়ি = সোপান, ধাপ রান্নাঘর= রসুঁই ঘর, হেসেল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
বাংলা ভাষায় বহু শব্দ রয়েছে, যেসব শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব‍্যবহৃত হয়। বাংলা ডিকশনারীতে সিঁড়ি শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। যেমন:
১। ধাপ।
২। সোপান।
৩। মই।
বাংলা ডিকশনারীতে রান্নাঘর শব্দেরও বিভিন্ন অর্থ রয়েছে। যেমন:
১। পাকঘর।
২। রসুইঘর।
ওঠা-নামা করার জন‍্য নির্মিত যা ব‍্যবহার করা হয়, তা হচ্ছে সিঁড়ি আর যে ঘরে রান্না-বান্না করা হয়, তা হচ্ছে রান্না ঘর।
সূত্র: বাংলা ডিকশনারী।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ