যৌতুক যা মেয়ের কাছ থেকে বরপক্ষ চেয়ে গ্রহণ করে। এটা ইসলামেও হারাম, আবার দেশের আইনেও অবৈধ। তবে কেউ ইচ্ছে করে বরপক্ষকে কিছু দিলে তা যৌতুক বলা হবেনা। যৌতুক দেওয়া হয় অপারগ হয়ে, তাই তা জায়েয। কিন্তু যারা রুচিশীল সামাজিক তারা কখনো কাউকে যৌতুক দিয়ে মেয়ে দিবেনা। আর যৌতুক গ্রহণ করা একেবারে অবৈধ হারাম। আর মোহরানা হলো নারীর অধিকার, এটা আল্লাহর পক্ষ থেকে নারীর জন্য নির্ধারিত। মোহরানা আর যৌতুক এক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ