Share with your friends
Call

আপনার সমস্যা কয়েকটি কারণে হতে পারে । 

  • আপনার ব্যাটারির কার্যক্ষমতা কমে গেছে এর জন্য এটি কল দেয়ার মতো কাজ টি করার সময় ফোন কে অন রাখতে পারছে না এবং অফ হয়ে যাচ্ছে । কিছুক্ষণ অফ থাকায় ফোন কিছু টা এনার্জি পেয়ে যায় এর ফলে তখন সে আবার অন হয়ে যায় । আপনি খেয়াল করবেন এই সময় ফোন অন হওয়ার পর চার্জ কেমন থাকে যদি কম থাকে তাহলে বুঝতে হবে এটা ব্যাটারির সমস্যা । 
  • অথবা কোনো পার্টস এর সমস্যা । অনেক সময় পার্টস এর কারণে এমন টা হতেই পারে । তাই আপনি কোনো সার্ভিসিং সেন্টারে অথবা ফোনের ম্যাকানিক কে বিষয় টি বলে সমাধান নিতে পারেন । ধন্যবাদ । 
Talk Doctor Online in Bissoy App