Call

নাহ ভাই এটা সম্ভব না । যেটা এন্ড্রয়েডের সেটা এন্ড্রয়েড ই চলবে শুধু আর যেটা কম্পিউটারের সেটা শুধু কম্পিউটারে চলবে । আর যে সফ্টওয়্যার গুলোর দুটি ভার্সন ই আছে শুধু সেটা দুই জায়গায় ব্যবহার করা সম্ভব । আশা করি বুঝাতে পেরেছি । ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Masumakonda

Call

সম্ভব। আপনি Blue Stacks নামক এপ্স কম্পিউটারে ইন্সটল দিন। আপনার কম্পিউটারের রেম ২ জিবি হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ, সম্ভব।


এজন্য প্রথমে  BlueStacks (৩৭৩ MB) সফটওয়্যারটি ডাউনলোড করে সেটাপ দিতে হবে। 

সেটাপ সম্পন্ন হলে, ইন্টারনেট সংযোগ দিয়ে ওপেন করতে হবে। এবার একটি গুগল অ্যাকাউন্ট এড করতে বলা হবে। অ্যাকাউন্ট এড হয়ে গেলে এটি পুরোপুরিভাবে চালু হবে। একবার চালু হলে আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

এখন,  এখান থেকেই গুগল প্লে স্টোরের যেকোন অ্যাপ ডাউনলোড দিয়ে ব্যবহার করা যাবে।

Apk install   অপশন দিয়ে লোকাল স্টোরেজ থেকেও যেকোন অ্যাপ ইনস্টল করে ব্যাবহার করা যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি Nox.exe নামক অ্যাপটি ইউজ করতে পারেন । কম র্যামেও চলবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Noxapp Player সফটওয়ারটি কম্পিউটারে ইনষ্টল করতে পারবেন বিনা বাধায় ইন্টারনেট সংযোগ ছাড়াই ।যেটা দিয়ে পিসিতে এন্ড্রুয়েড 4.4.2ভার্সনের সব Apk ফাইল ব্যাবহার করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জি সম্ভব। আপনি প্রশ্নে আপনার পিসির কনফিগারেশন উল্লেখ করলে ভালো হত। কেনোনা বর্তমানে অসংখ্য এন্ড্রয়েড ইমুলেটর পাওয়া যায় যেগুলার পারফরমেন্স নির্ভর করে পিসির কনফিগারেশন এর উপর। যাহোক, আমি আপনাকে দুটো ইমুলেটর এর নাম বলতেছি। এ দুটোই খুব ভালো কাজ করে। 1. Youwave Android Emulator 2. KoPlayer Android Emulator Youwave ব্যাবহার করতে ১জিবি র‍্যাম হলেই যথেষ্ট। অন্যদিকে KoPlayer ব্যাবহার করতে নিম্নে ২জিবি র‍্যাম প্রয়োজন। এখন আপনি আপনার পিসির কনফিগ অনুযায়ী দুটোর যেকোন একটা ব্যাবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হুম আপনার ১ জিবি রাম এর পিসি তে চালানোর জন্য NOX PLAYER ইমুলেটর টি ভালো হবে। আবার চাইলে অ্যান্ড্রএড অপারেটিং সিস্টেম ও ইন্সটল করতে পারেন উইন্ডস অপারেটিং সিস্টেম এর পাসাপাসি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ