আমার বাবার ভোটার আইডি কার্ড এ....মো: সাইদুল মন্ডল নাম দেয়া আছে। .......... আর,আমার.......জন্ম নিবন্ধন কার্ড/NID Card/J.S.C/S.S.C ও H.S.C এর সার্টিফিকেটে এ....মো: সহিদুল মন্ডল নাম দেয়া আছে। ...........ভবিষ্যৎ এ চাকুরী-বাকুরির ক্ষেত্রে কি সাইদুল/সাহিদুল নাম টির জন্য কি কোন সমস্যা হতে পারে?...........প্লিজ ভালভাবে বুঝে সঠিক উত্তর দেবেন!
Share with your friends
Call

অবশ্যই হবে কারণ আপনার বাবার ভোটার আইডি কার্ডের যখন কপি  চাওয়া হবে এবং তখন যদি মিলে না যায় তখন তো সবাই বলবে এনি আপনার বাবা নন। এবং ভাইবা বোর্ডেও সমস্যা হতে পারে এমনকি ব্যাংকে টাকা বিষয়ক যেকোনো ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন আপনি হবেন এটা সুনিশ্চিত। 

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই সমস্যায় পরবেন। বর্তমাতে যে কোন চাকুরীর ক্ষেত্রে সার্টিফিকেটের সাথে প্রায়ই বাবা/মার বা অনেক সময় উভয়েরই জাতিয় পরিচয় পত্রের ফটোকপি দরকার হয়। তাছাড়াও তো বিভিন্ন কলেজে ভর্তি হতেও দরকার হয়। আপনার সতর্ক হওয়া উচিত ছিল। যখন প্রথম ভুলটা হয় তার পরের বারেই সংসোধন করার উচিত ছিল। এখন আপনার যেকোন একটার নাম পরিবর্তন করতে হবে।

Talk Doctor Online in Bissoy App