সামান্য ফুলে গেছে ....অার মাঝে মাঝে মলত্যাগের পর হালকা ব্যাথা অনুভুত হয।।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার কোষ্ঠকাটিন্যের সমস্যা থাকলে এই সমস্যা ঘটতে পারে|কোষ্ঠকাটিন্যের কারণে মলদ্বারে ব্যথা ও ফুলে যেতে পারে| তাই ব্যথা ও ফুলে যাওয়া দুর করতে ডাক্তারের শরণাপন্ন হতে হবে|আর প্রচুর পরিমাণে পানি, নরম খাদ্য, দ্রুত হজমশীল খাবার, সবজি প্রভূতি খেতে হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই যদি কোষ্ঠকানিন্য এর জন্য হয়ে থাকে তাহলে শুধু নাপা খেতে পারেন। টেনশনের কারন নেই ব্যাথা কমে গেলে ফুলা এমনিই কমে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ