London এ গিয়ে BBA Masters করতে কি কি লাগবে ? Ielts লাগবে কি ? কত পয়েন্ট লাগবে ? আর এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট কত পয়েন্ট লাগবে ? জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্সে সিজিপিএ কত লাগবে ? ভিসা প্রসেসিং এর জন্যে কোন কোম্পানি বিশ্বস্ত ? কিছু বিশ্বস্ত ভিসা প্রসেসিং কোম্পানির নাম ও ঠিকানা দেন ?  বেঙ্কে কত টাকা দেখাতে হবে এবং ভিসা প্রসেসিং এবং University তে বিবিএ মেনেজমেনট বিষয়ে মাস্টার্স কোর্স করতে মোট কত টাকা লাগবে ? লন্ডনের কিছু University এর নাম দিন ? ভিসা প্রসেসিং এ মোট কত দিন সময় লাগবে ? কি কি কাগজপত্র জমা দিতে হবে ? বিস্তারিত বলবেন ?
Share with your friends
Hasannrand1

Call

Ielts লাগবে | Ielts স্কোর সর্বনিম্ন ৬-৬.৫ হতে হবে | যেহেতু মাস্টার্স তাই Ssc & Hsc স্কোর ইম্পর্ট্যান্ট না | BBA(honar's) রেজাল্ট CGpa 3+ হলেই হবে | ব্যাংকে কত টাকা দেখাতে হবে সেটা নির্ভর করবে আপনার টিউশন ফী কত সেটার উপর | Course Fee. ১০-১৫ হাজার ইউরো বা ১২-৫০ লক্ষ টাকা প্রতি বছর University তে দিতে হবে | প্রতি মাসে থাকা খাওয়া বাবদ প্রায় ১২০,০০০ টাকা লাগবে | Graduate Management Admission Test (GMAT) লাগবে | Cass Business School, Imperial College Business School, London Business School. ভিসা প্রসেসিং এ মোট কত দিন সময় লাগবে সেটা নির্ভর করবে এম্বাসির ওপর | অফার লেটার হাতে পেলে ভিসা প্রসেসিং দ্রুত হবে | আপনি এইখানে যোগাযোগ করতে পারেন global study consultancy . তবে শিওর না হয়ে কোনো টাকা দেবেন না | কি কি লাগবে ওরা সব বলে দেবে | 

Talk Doctor Online in Bissoy App