কমার্সে BBA এবং MBA শেষ করে software সম্পর্কে ভালো ধারনা নিয়ে বাংলাদেশে কি সত্যি IT company তে চাকরি করা সম্ভব?
Share with your friends

বাংলাদেশের তথা সারা বিশ্বের আইটি ফার্ম গুলোতে চাকুরী পাওয়ার মুখ্য বিষয় আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা । 

আপনি যদি ভালো কাজ জানেন এবং ইংরেজীতে মোটামুটি দক্ষ থাকেন তবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন আপনি চাকুরী এবং কাজের সুযোগ অনায়েসে পেতে পারেন ।

কিন্তু কেউ আপনাকে 100% নিশ্চিত দিয়ে বলার ক্ষমতা রাখে না । তবে আইটি সেকশনে দক্ষ এবং অভিজ্ঞ কাজ জানলে ওয়ালা ব্যাক্তির বসে থাকতে হয়না এমন প্রমাণ বহু ।

তাই, চেষ্টা চালিয়ে যান সফলতা আসবেই ইনশাআল্লাহ ।

Talk Doctor Online in Bissoy App