Call

1.যে সকল এসিড জায়মান অক্সিজেন উৎপন্ন করে না তাদেরকে জারনধর্মহীন এসিড বলে।যেমন ; লঘু সালফিউরিক এসিড। 2. Cu লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া করে না। কারন Cu এর অবস্থান ধাতুর সক্রিয়তা সিরিজে H2 এর নিচে। তাই Cu এসিডের H2 কে প্রতিস্থাপন করতে পারে না অর্থ্যাৎ বিক্রিয়া করে না। কিন্তু গাড় H2SO4 জায়মান O2 উৎপন্ন করে । Cu এর সাথে বিক্রিয়া করে CuO উৎপন্ন করে। যা একটি ক্ষার।পরে এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া করে লবন উৎপন্ন করে।তাই Cu লঘুH2SO4এর সাথে বিক্রিয়া না করলেও গাঢ H2SO4 এর সাথে বিক্রিয়া করে। সংগঠিত বিক্রিয়া ; H2SO4 ---> SO2 + H2O + [O] Cu + [O] ---> CuO CuO + H2SO4 ---> CUSO4 + H2

Talk Doctor Online in Bissoy App