এখন আমার আইঠিটা কিভাবে ফেরত পাবো? আমার আইডিটা অনেক পুরোনো আর হ্যা আইডি হ্যাক হয়েছে নাকিতা কিভাবে জানবো? এবং আইডি হ্যাক হল কিকি সম্যস্যা হবে?আমার ফোন আইটেল ইট5622
Share with your friends
Call

ফেসবুকের ইমেল/নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পূনঃরায় দেখে নিন সব ঠিক আছে কি না তাঁরপর লগইনের চেষ্টা করুন। যদি লগইন না হয় তাঁহলে নিচে থেকে Forget passward

এ ক্লিক করুন যদি সেখানে আপনার নাম্বার/ইমেল দেখতে পান তাঁহলে সেই ইমেল/নাম্বারে রিকোভারি কোড পাঠিয়ে নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। যদি Forget দিয়ে আপনার কোন নাম্বার/ইমেল না দেখতে পাবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কেউ অবৈধ ভাবে প্রবেশ করে নাম্বার/ইমেল রিমুভ করে দিয়েছে আর রিকোভারির জন্য নাম্বার/ইমেল না থাকলে অ্যাকাউন্ট ফিরে পাবেন না।
এবং হ্যাক হলে আইডিকে কিছু হয় না  হ্যাকার যদি কোন কিছু ঘটায় তবেই কিছু হতে পারে।

Talk Doctor Online in Bissoy App

আবার খানিকটা ভেবে চিন্তে দিন। আর ব্রাউজার পরিবর্তন করে নিতে পারেন। তবে তার আগে মোবাইল রিস্টার্ট দিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App