পর্যায় সারনিতে নাকি ৯টি গ্রুপ-বা সারি আছে৷ তাহলে ১৮টি( IIA IIIB IVB etc.) এগুলো কী
Share with your friends

Call
১৯৮৯ সালে ইউপ্যাকের (IUPAC - International Union Of Pure And Applied Chemistry)সিদ্ধান্তক্রমে মৌলের সর্ববহিঃস্থস্তরের ইলেক্ট্রন সংখ্যা অনুযায়ী মৌলের শ্রেণীসংখ্যা নির্ধারণ করা হয়। আর এভাবেই সর্বাধুনিক পর্যায় সারণীর পত্তন ঘটে। এতে মোট ১৮টি শ্রেণী বা গ্ৰুপ এবং ৭টি পর্যায় রয়েছে। আৱ IIA , IIB এগুলো হচ্ছে উপগ্ৰুপ । ইলেকট্ৰেন S, P অৱবিটালে প্ৰবেশ কৱলে A উপগ্ৰুপ এবং ইলেকট্ৰন D,F অৱবিটালে প্ৰবেশ কৱলে B উপগ্ৰুপ হবে ।
Talk Doctor Online in Bissoy App
amirupu

Call

এখন আর এই রকম গ্রুপ নেই। সর্বশেষ সংশোধননীর অনুযায়ী গ্রুপ নাম্বার হবে

১,২,..........১৮.
 সুত্র:- ইন্টারমিডিয়েট এর পর্যায় সারনি। ২০১৭-২০১৮. iupac
IIA মানে ২ নাম্বার গ্রুপে এ উপগ্রুপ।

 IIB মানে ২ নাম্বার গ্রুপের বি উপগ্রুপ।
তেমনি  ১ম গুল হল রোমান অক্ষরে সংখ্যা আর A,B... হল এর উপগ্রুপ।

Talk Doctor Online in Bissoy App