আমার এইচ এস সি পরিক্ষায় ব্যবসায় সংগঠন পরিক্ষার দিন লিখিত উত্তরপত্রে উত্তর লেখার সময় ওএম আর শিটে কলম দ্বারা অনাকাঙ্কিতভাবে দুটো ফুঁটো হয়ে যায়। আমি যে বেঞ্চে খাতা রেখে লিখছিলাম সে বেঞ্চটার মাঝখানে ফাঁকা ছিল সে কারনেই আমার শিটটি ফুটো হয়ে যায়। আমি সে অবস্থাতেই উত্তরপত্র এবং ওএমএআর শিট জমা দিয়ে চলে আসি । তবে আমার কোন বৃত্ত ভরাট করতে ভুল হয়নি। এক্ষেত্রে কি কোন সমস্যা হতে পারে?
শেয়ার করুন বন্ধুর সাথে

জ্বী না।  কোনো ক্ষতি হবে না যদি ভাজ না পরে থাকে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ