আমার মানুষের কষ্ট ফিল হয়। কারো কোন রোগ হলে ওর কষ্টটা আমার ও মনে হয় হচ্ছে ।  তাছাড়া আমি কল্পনা করতে থাকি আমার কিছু প্রিয় মানুষকে যাদের ও এই সমস্যা হয়েছে বলে আমার মনে হয়।। আমি নিজে নিজে কষ্টটাকে আমার মধু অনুভব করতে থাকি ।  এতে করে নিজের প্রতি অনেক দুর্বল হয়ে যাই।।।। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটি এক প্রকার মানসিক ব্যধি বা সহমর্মিতার শেষ পর্যায় । মানুষ অসুস্থ হবে , সুস্থ হবে । মানব জীবনে কষ্ট দুঃখ আসবেই। একদিন সবাই কেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । আর এই পরম সত্য আমাদের সবাইকেই মানতে হবে । এই সত্য মানতে আমাদের মানসিক ভাবে শক্ত হবে । অন্যের কষ্ট ফিল হওয়া ভালো কিন্তু মাত্রাতিক্ত ফিল হওয়া ভালো না কোনো কিছুর অধিক মাত্রাহীন ভালো নয় ।  আর কল্পনা প্রবণ হওয়া ভালো কিন্তু তাই বলে সব বিষয়ে নয় এবং কখনোই কল্পনাকে বাস্তবে আনা যাবে না । এখন আপনি যদি কাল্পনিক কাহিনীর spider man কে নিজের মধ্যে ভাবেই  সেই ভেবে পাঁচ তালা থেকে লাফ দেন তাহলে কল্পনা আর বাস্তবতার শেষ ফলাফল টাই দেখতে পাবেন । ট্রাজেডিকে ।  তাই আমার আপনাকে পরামর্শ কোনো কিছু এত টা সিরিয়াস ভাবে নিবেন না । কেউ কষ্ট পেলে আপনার ফিল হয়েছে ভালো আপনি তাকে স্বান্তনা জানান দেখবেন আপনার কষ্টের ফিল টাও স্বান্তনা পাবে । আর আপনার যদি মনে হয় আপনার বিষয় টি আরো গুরো গম্ভীর তাহলে আপনি একজন মনোরজ্ঞ বা সাইকোলজিস্ট এর কাছে যান তিনি আরো ভালো সমাধান দিতে পারবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
এটা মনের রোগ হবে।
কারণ আমরা যখন অন্যের কষ্ট কেমন হচ্ছে সেটা ভাবি তখন আমাদের ব্রেন সেটাকে অনুভাব করায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ