শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারণ টিউটোরিয়াল বানানোর জন্য আপনি ক্যানন বা সনির ডিএস এল আর ক্যামেরা গুলো নিতে পারেন। ক্যাননের দুটো এবং সনির দুটো মডেল বলছি। বাজেট কম হলে সনির ক্যামেরাই ভাল হবে।


Sony H300
এটির লেন্স মোটামোটি ভাল এবং 20.1xx  মেগাপিক্সেল রেজুলেশন। অপটিক্যাল জুম আছে 35x  আর ডিসপ্লে সাইজ 3 ইঞ্চি।
বাংলাদেশি টাকায় এটির  দাম পড়বে প্রায় 14500 টাকা। তবে দামাদামি করে 14000 এ বা 13500 তেও নিতে পারবেন।

Sony DSC H400
এটির লেন্স মোটামোটি ভাল এবং 20.1মেগাপিক্সেল রেজুলেশন। 25.5 থেকে 1550মিমি জুমল্যান্স  আর ডিসপ্লে সাইজ 3 ইঞ্চি।
বাংলাদেশি টাকায় এটির  দাম পড়বে প্রায় 25500 টাকা। তবে দামাদামি করে 25000 এ নিতে পারবেন।

আর বাজেট যদি কিছুটা বেশি থাকে তাহলে ক্যানন নিতে পারেন। ‍দুইটি মডেল দিচ্ছি-

Canon EOS1300D
এটির লেন্স ভাল এবং 18.0মেগাপিক্সেল রেজুলেশন। EF S লেন্স 18-55 মিমি আর ডিসপ্লে সাইজ 3 ইঞ্চি।
বাংলাদেশি টাকায় এটির  দাম পড়বে প্রায় 30000টাকা। তবে দামাদামি করে 43500 তে নিতে পারবেন।

Canon EOS700D
এটির লেন্স ভাল এবং 18.0মেগাপিক্সেল রেজুলেশন। 18থেকে 55মিমি জুমল্যান্স এক্সট্রা আর ডিসপ্লে সাইজ 3 ইঞ্চি।
বাংলাদেশি টাকায় এটির  দাম পড়বে প্রায় 44000টাকা। তবে দামাদামি করে 43500 তে নিতে পারবেন।

ধন্যবাদ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ