আমি ফয়সাল , পেশায় এক জন স্টুডেন্ট+পার্ট টাইম জব করি , বয়স -২৫ , গত ১৫-১৬ ধরে আমার বুকে প্রচণ্ড বেথা অনুভব করি ,এর পর ECG ,ECHO ২তাই করি , doctor বল্ল report তেমন খারাপ না ।তখন presser ও বেশি ছিল ১৬০/৯০ পরে doctor ,gastric R presser কমানর জন্য indever10 & Abetis 20 ২টা ওসূদ লিখে দিলেন . এখন সমস্যা হচ্ছে আমার প্রেসসের ঠক আছে ১২০/৮০ ,এখন সমস্যা হচ্ছে আমি একটু হাটা চলা করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মনে হয় কে যেন গলা চিপে ধরে রেখেছে...বুকের ২ পাশ না হয় বাম পাশ ব্লক বা বন্দ হয়ে গেছে এমন মনে হয়। সহজে ঠিক হয় না । এই অবস্থায় কি করা উচিত জানালে উপক্রিত হব।


শেয়ার করুন বন্ধুর সাথে

পূনরায় বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তারের পরামর্শ নিন। এর সমাধান পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ