Bissoy answer একটি প্রশ্ন উত্তর সাইট । তাই সমস্যা সমাধান সহ বিভিন্ন প্রকার অজানা তথ্য রয়েছে।  কিন্তু প্রশ্ন কেন্দিক ছাড়া কোনো তথ্য নেই। এখন যদি bissoy অনুকরনে একটি তথ্য বহুল ওয়েবসাইট তৈরি করা হয় ।তাহলে সাধারন মানুষের অনেক উপকার হতো। ওই ওয়েবসাইটে সকলে পোস্ট করবে অসাধারন news,বিষয় বিত্তিক তথ্য ইত্যাদি যা হবে সঠিক (পর্যবেক্ষিত ,অনুমোদিত ও তথ্যসুত্র যুক্ত)  বর্তমান ইন্টারনেট জগতে নির্ভুল তথ্য পাওয়া কঠিন।তাই এই ধরনের ওয়েবসাইট এর গুরুত্ব অনেক। আর admin এবং spacial user ছাড়া পোস্ট অনুমোদন পাবে না। এরকম ওয়েসাইট তৈরি করা হলে অনেক ভালো হতো।ওয়েবসাইটের নাম টিও যেনো unique হয় ।এতে হয়ত bissoy এর মতো আরেকটি unique ওয়েবসাইট পাওয়া যাবে..............please মতামতটির গুরুত্ব দিবেন ......এবং পজেটিভ ভাবে দেখবেন


Share with your friends
Call

আমরা চেষ্টা করে যাচ্ছি আরো মানসম্মত তথ্য ভিত্তিক কন্টেন্ট দেয়ার। আমাদের সাথেই থাকুন।

Talk Doctor Online in Bissoy App
Call

বিস্ময় শুধু প্রশ্ন ভিত্তিক নয়, উত্তর ভিত্তিক ও বটে। এদিক থেকে বিস্ময় অলরেডি ইউনিক।  আপনার আইডিয়া টা ভালো।

Talk Doctor Online in Bissoy App