আমার symphony w68q মোবাইল টার ব্যাটারি খুলার আগে যদি চার্জ থাকে ৬০% তারপর যখন ব্যাটারি লাগাই চার্জ প্রায় ৩০%-৪০% কমে যায়।। আর মোবাইলটা খুব গরম হয়।।কিভাবে এর সমাধান পেতে পারি?
Share with your friends

ভাই আপনার symphony w68q মোবাইল টার ব্যাটারি নষ্ট হয়ে গেছে । ব্যাটারি বদলান ঠিক হয়ে যাবে ।

Talk Doctor Online in Bissoy App

এধরণের ফোন গরম হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর আপনি যে সমস্যার কথা বলেছেন এটা হচ্ছে আপনার ব্যাটারির সমস্যা। আপনি ব্যাটারি পরিবর্তন করুন।

Talk Doctor Online in Bissoy App

ব্যাটারি পরিবর্তন করে দেখেন।

Talk Doctor Online in Bissoy App
Call

ভাই এ ধরনের ফোন বেশি চার্জে থাকলে গরম হতে পারে কেননা চার্জের লোডটা আইসি বহন করে এতে আইসি গরম হয়ে কভারটাকে গরম করে এতে আমরা বলি ফোনটা গরম হয়ে গেছে এখানে কিন্তু আইসি নষ্ট হয়নি**আর ভাই আপনার ফোনের ব্যাটারির সমস্যা ব্যাটারিটা পরিবর্তন করেন তাহলে সমস্যা সমাধান হবে***

Talk Doctor Online in Bissoy App
MFTanvi

Call

আমার মনে হচ্ছে আপনার ফোনের মাদারবোর্ড শর্ট আছে। মেপে দেখুন। নয়তো ব্যাটাারি চেঞ্জ করলে সমস্যার সমাধান না ও হতে পারে।

Talk Doctor Online in Bissoy App