তাকাতে কষ্ট হয়।বিশেষ করে রোদে,মোবাইলের স্কিনে তাকাতে পারিনা।এখন এর থেকে বাচতে কি করতে পারি।কোনো ঔষূধ ব্যাবহার করব কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

ফরিদুল ভাই আপনাকে নবী কারিম (S.M) ভালোবাসা রইল আপনি যখন আজান সুনবেন যখন ( মুহামাদুর রাসূললা ) বলবে তখন বারো আঙগুরলে চুমু দিয়ে চখে গসবেন ভালো হবে চখ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চোখ উঠা একটা ভাইরাস জনিত রোগ। এটি ঠিক হয়ে গেলেও কিছু দিন চোখ খচ খচ করবে বা আলোর দিকে তাকালে অসহ্য লাগবে। আপনি চোখের ড্রপ ব্যবহার করতে পারেন। এবং চোখ কে কিছু দিনের জন্য অতিরিক্ত আলো থেকে দূরে রাখুন বা অতিরিক্ত আলোর দিকে তাকানো থেকে বিরত থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ