আপনার টনসিলে হলুদ কি উঠেছে কি উঠেনি তা আপনি কি করে বুঝলেন? টনসিলের প্রদাহকে টনসিলাইটিস বা টনসিল বলে। দীর্ঘদিন ধরে টনসিলের সমস্যা থাকলে পরীক্ষা করে দেখা উচিত। আপনি যে এন্টিবায়োটিক খেয়েছেন সেটা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে খেয়ে থাকলে কাজ হওয়ার কথা নতুবা কাজ হবে না। তাই আপনি যদি পরীক্ষা না করে অথবা ডাক্তারের কাছে না যেয়ে আসল সমস্যাটি না ধরে একজন সাধারণ ফার্মেসীর দোকানির সাথে আলাপ করে ঔষধ খেয়ে থাকলে তা বন্ধ করে একজন ভালো সুনামধন্য ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ