শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার উক্তিটি যথার্থ নয়।কেননা একজন জ্ঞানী লোক যদি সৎ এবং বিবেকবান হয় তার দ্বারা সমাজের সকল মানুষের লাভ হয়।অন্যদিকে যদি সে জ্ঞানী ব্যাক্তি অসৎ এবং বিবেকহীন হয় তাহলেতো কথায় নেই;সে তার অসৎ জ্ঞান দ্বারা সবসময় মানুষের খারাপ করার চেষ্টা করে।আর অপরদিকে একজন নির্বোধ সৎ লোকের কথা যদি বলি,আমার মতে তার দ্বারা কারোও লাভ না হলেও অন্তত ক্ষতি হবেনা।কেননা তার জ্ঞান না থাকলে ও তার সুন্দর চরিত্র রয়েছে,তার সুন্দর বিবেক রয়েছে।অতএব বলা যায়,একজন অসৎ ব্যাক্তির চেয়ে একজন নির্বোধ সৎ লোক শ্রেয়।দশ জন অসৎ জ্ঞানী ব্যাক্তির চেয়ে সমাজের একজন নির্বোধ সৎ মানুষই থাকা সর্বোত্তম।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ