আপনি জিপিএ ৫ কিজন্য পেতে চান? অবশ্যই দেশে কোনো সরকারী ভাসির্টি বা বাইরের কোনো ভাসির্টিতে ভর্তি হওয়ার জন্য? তাই না? জিপিএ ৫ পেলেন না প্রথমবার দিলেন মানউন্নয়ন, আসলো না ৫। ১ বছর নষ্ট।আবার দিলেন আরও ১ বছর নষ্ট তখন বাংলাদেশের কোন সরকারী ভার্সিটিতে ভর্তি পারবেন না। খুব বেশী হলে ২ বার চেষ্টা করা যায় আমার মতে ১বারও চেষ্টার দরকার নেই। কারন জিপিএ ৫ দিয়ে ভাসির্টি বা পরবর্তী লাইফে তেমন কিছু করা যায় না যোগ্যতাই সব কিছুর মাপকাঠি। ২ বা তার বেশী চেষ্টা করা বোকামির মতো সুযোগ থাকুক বা না থাকুক পরের বেপার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AsifRana

Call

এসএসসিতে ইম্প্রুভমেন্ট দেওয়ার নিয়ম নাই। এইচএসসি থেকে এ নিয়ম শুরু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ