কোলগেট ব্যাবহার করুন। এটা দারুণ কাজে লাগবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই আপনি দুবেলা ব্রাশ করার পাশাপাশি, নিয়মিত গড়গড়া সহ কুলি করবেন। পানি কুসুম গরম পানি হলে বেশি ভালো হয়। আর লেবুর রং চা খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন আশা করি ভালো ফলাফল পাবেন 

  • সকালে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ; এই দুইবার কলগেট বা সেনসোডাইন পেস্ট দিয়ে ব্রাশ করুন 
  • সকালে একবার কুসুম কুসুম গরম পানিতে হালকা পরিমাণ লবণ আর একটু লেবুর রস দিয়ে গাড়গিল করবেন। 
  • লং চাবাবেন অবসর বা খাওয়ার পর এটি মুখের দূর্গন্ধ দূর করতে চরম কাজে দিবে । 
  • দাঁত হলুদ হলে লবণ সরিষার তেল একসাথে করে দাতের উপর ঘষুন এবং ব্রাশ করে ফেলুন দেখবেন দাঁত অনেকটা  সাদা হচ্ছে ধীরে ধীরে এবং গন্ধ কমে যাচ্ছে মুখের। 
  • আশা করা যায় একমাস নিয়মিত এগুলো মেনে চললে মুখের দূর্গন্ধ বলে কিছু ছিল আপনার সেই কথা মনেই থাকবে না । 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ