Share with your friends
Call

Smartness কে কোন নির্দিষ্ট সংজ্ঞায় আটকানো যাবে কিনা জানিনা। এর অর্থ অনেক বিস্তৃত। আমরা ইংরেজিতে বলে থাকি ছেলেটা অনেক smart. আর বাংলায় বললে বলি ছেলেটা অনেক চালু/ বুদ্ধিমান।  তাই স্বাভাবিক ভাবে চিন্তা করলে বলা যায় যারা কথা বার্তা চাল চলনে বুদ্ধিমান তারাই smart লোক। কিন্তু সম্পূর্ণ ভাবে যদি আপনি smart হতে চান তাহলে আপনার কথা বার্তা, চাল চলন, পোশাক আশাক, আচার ব্যাবহার সহ সকল দিক ঠিক হতে হবে। আপনি একটা বিপদে পড়লে কিভাবে সেটা সমাধান করবেন, সহজে কিভাবে একটা মানুষকে ম্যানেজ করবেন, কোন একটা প্রোগ্রাম কিভাবে সুন্দর ভাবে পরিচালনা করবেন, ভিন্ন ভিন্ন পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাওয়াবেন,  আপনার সাথে কেউ রাফ ব্যবহার করলে কিভাবে রিঅ্যাক্ট করবেন এ সব কিছু মিলিয়েই আপনার স্মার্টনেস বিচার করা হবে।  এটা সম্পূর্ণই আমার ব্যাক্তিগত সংজ্ঞা। জানিনা কতটুকু সঠিক বা ভুল। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App