Call

গুগলের গো ভার্সন হলে গুলের নতুন ফিচার।

এই ফিচার টি ৮.০  অরিও ভার্সন থাকবে

এই ফিচারটি এখনো ব্যবহারযোগ্য হয়ে উঠে নি।

যেসকল স্মার্টফোনের হার্ডওয়্যার খুব বেশি শক্তিশালী নয়। 

যেমন, যেসব স্মার্টফোনের প্রোসেসর মিডিয়াটেক 

কিংবা যেসব স্মার্টফোনের র‍্যাম ৫১২ এমবি বা 

১ জিবি এবং যেসব স্মার্টফোনে অনেক কম 

স্টোরেজ রয়েছে এসব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 

এর ফুল ভার্সন ভালোভাবে চলে না। কিন্তু নতুন 

গুগলের গো ভার্সনে অ্যাপসগুলো খুব দ্রত কাজ

করবে এতে ফোনের ব্যাটারি লাইফ বাড়বে।

এই অ্যান্ড্রয়েড ভার্সনে গুগলের প্রত্যেকটি ফার্স্ট

 পার্টি অ্যাপস একটি  লাইট ভার্সন থাকবে যেগুলো  


অনেক কম সাইজে অনেক ছোট হবে। গুগলের নিজের 

অ্যাপস ছাড়াও আরও অনেক থার্ড পার্টি ডেভেলপাররাও 

তাদের অ্যাপস লাইট ভার্সন তৈরী করতে পারবে
Talk Doctor Online in Bissoy App