65 ওয়াটের একটি বাল্প 1ঘন্ট জ্বালারে কত ইউনিট পুড়বে এবং কত টাকা বিল আসবে
শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা জানি,

১০০০ ওয়াট=১ ইউনিট বা ১ Kwh
অতএব, ৬৫ ওয়াট=১*৬৫/১০০০=০.০৬৫ ইউনিট বা ০.০৬৫ Kwh
বিকল্প,
এখানে, ক্ষমতা p=65 W
সময় t=1 h
আমরা জানি,
ব্যয়িত শক্তি=(p*t/1000) Kwh বা ইউনিট
=0.065 ইউনিট
এখন বিদ্যুৎ বিল আসবে আপনার ইউনিট অনুযায়ী আপনার এলাকার বিদ্যুতের দর থেকে।
এখন মনে করেন যদি প্রতি ইউনিট বিদ্যুৎ দর ৪ টাকা হয় তাহলে বিদ্যুৎ বিল আসবে=০.০৬৫*৪=০.২৬ টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ