স্কেল ও কম্পাসের সাহায্যে যদি ৪৫ ডিগ্রী কোণ আঁকতে বলা হয় প্রশ্নে এবং আপনি শুধুমাত্র ৪৫ ডিগ্রী কোণই এঁকে থাকেন কিন্তু অঙ্কনের ব্যাখা না দেন তারপরও আপনাকে চিত্র হয়ে থাকলে ২ এর মধ্যে ২ নাম্বারই দেবে। তাই আপনার চিত্রটি যদি হয়ে থাকে তাহলে আপনি ২ এর মধ্যে ২ নম্বরই পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

স্কেল ও কম্পাসের সাহায্যে ৪৫ ডিগ্রি কোণ আকিতে হলে ১ম এ একটা ভুমি বরাবর রশ্মি আকিতে হবে। তারপর সেটার উপর ৯০ ডিগ্রি একটা লম্ব আকতে হবে। তবে এটা আকতে হবে কম্পাসের সাহায্যে, চাঁদার সাহায্যে নয়। এবার ওই লম্বটিকে কম্পাসের সাহায্যে দিখন্ডিত করতে হবে। তারপর এর একটি খন্ডকে ৪৫ ডিগ্রি চিহ্নিত করতে হবে। আপনি যদি এভাবে কম্পাসের দারা আকছেন তাহলে নিশ্চিত ২ পাবেন। আর যদি চাঁদার সাহায্যে আকছেন তাহলে ১ দিতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ