শেয়ার করুন বন্ধুর সাথে

ঘুম বলতে আমরা যা বুঝি সেই ঘুম পিঁপড়া দেয় না। বরং যেটা আমাদের কাছে বিশ্রাম নেয়া সেটাই পিঁপড়াদের কাছে 'ঘুম', দিনের আলোতে কিংবা আমাদের বাসায় পিঁপড়া দের আমরা যেভাবে দেখি সেভাবে দেখে এদের ঘুম সম্পর্কে কোন ধারনাই পাওয়া যায় না। বিজ্ঞানীরা পিঁপড়ার ঘুম নিয়ে জানতে ল্যাব এ পিঁপড়াদের colony বানিয়ে তাদের ঘুম নিয়ে গবেষণা করেছেন। sleep patterns of insects নিয়ে গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন পিঁপড়ারা নিজেদের কলোনিতে cyclical pattern এ বিশ্রাম নেয়। এই resting period হয় প্রতি ১২ ঘণ্টায় ৮ মিনিটের জন্য। অর্থাৎ ২৪ ঘণ্টায় পিঁপড়া ১৬ মিনিট ঘুমায়!! ঘুমের এই সময়সীমা একেক পিঁপড়ার জন্য একেক রকম। ৮ মিনিটের বিস্রাম নেয় লাল, কালো আর সৈনিক পিঁপড়া। আবার শ্রমিক পিঁপড়া দের কলোনিতে Queen ant সবচে বেশি ঘুমায় সেখানে worker ant রা forced হয় power nap নেবার জন্য! বাধ্যতামূলক এই power nap নিতে হয় শ্রমিক পিঁপড়াদের যাতে তারা কাজে কখনো unattended না থাকে। On average এই power nap হয় একটি পিঁপড়ার জন্য ১ মিনিটের এবং দিনে একটি পিঁপড়া ২৫০ বার এই power snap নিতে পারে। একটি কলোনির সব শ্রমিক পিঁপড়া আবার একসাথে ঘুমায় না। কাজেই কোন না কোন পিঁপড়া সব সময় কাজের জন্য available থাকেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ