জাতীয় পরিচয় পত্রের NID নম্বর এক এক জেলার এক এক রকম হয়,,, তাই 2611038711.......এই NID কোন জেলার কেউ যদি সেই জেলাই থাকেন তাহলে সেই জেলাটার নামটা জানাবেন,,, এবং সাথে একটা NID নম্বর কিছুটা মিলিত দিলে ভাল হয়,,,
Share with your friends
Call

১৭ সংখ্যা বিশিষ্ট National ID card এর প্রথম ৪ সংখ্যা হলো জন্ম সাল। পরের দুই সংখ্যা জেলা কোড। যাদের National ID Card এর নম্বর সংখ্যা ১৩ টি তাদের শুরুতে জন্ম সাল সংযোগ করা নেই। Smart National ID card এ নম্বর সংখ্যা ১০ টি যা Auto Generated । ১। ১৭ ডিজিট বিশিষ্ট National ID card এর প্রথম চার সংখ্যা হলো জন্ম সাল। ২। চার সংখ্যার পর পরবর্তী দুই সংখ্যা হলো জেলা কোড। ৩। ছয় সংখ্যার পর পরবর্তী সপ্তম সংখ্যাটি হলো (RMO) আর,এম, ও (Rural Metropolitan and others) কোড। ৪। সাত সংখ্যার পর পরবর্তী অষ্টম এবং নবম সংখ্যা দুইটি মিলে হলো সংশ্লিষ্ট জেলার অধীনে উপজেলা/থানা কোড। ৫। এরপর দশম এবং এগারতম সংখ্যা দুইটি মিলে হলো সংশ্লিষ্ট উপজেলা/থানার অধীনে ইউনিয়ন/পৌরসভার ওয়ার্ড কোড। ৬। সর্বশেষ ছয় সংখ্যা হলো ব্যক্তিগত কোড, যা ফরম নম্বর। তাই জেলা অনুপাতে কাড নাম্বার ভিন্ন হয়।

Talk Doctor Online in Bissoy App

জেলা ভিক্তিক NID নম্বর ভিন্ন হবে এটাই স্বাভাবিক কেননা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্তৃক এলাকা কোডও ভিন্ন ভিন্ন হয়ে থাকে । অবশেষে সকল Nid নির্বাচন কমিশন সাইটে সাবমিট করা হয়ে থাকে এখানে এই নম্বরগুলো ভিন্ন ভিন্ন হয় । আশাকরি বুঝতে পেরেছেন ।।

Talk Doctor Online in Bissoy App